সিপিডিতে নতুন নির্বাহী পরিচালক

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হয়েছেন ড. ফাহমিদা খাতুন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 02:59 PM
Updated : 19 Feb 2017, 03:41 PM

তিনি বেসরকারি গবেষণা সংস্থাটিতে মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রোববার সিপিডির বোর্ড অব ট্রাস্টির ৪৮তম সভায় ফাহিমদাকে নির্বাহী পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী মার্চ মাসে নির্বাহী পরিচালকের দায়িত্ব নেবেন বর্তমানে সিপিডির গবেষণা পরিচালকের দায়িত্বে থাকা ফাহমিদা।

বর্তমান নির্বাহী পরিচালক মোস্তাফিজুর এখন সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফাহমিদা খাতুনের পাশে মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বোর্ডের সদস‌্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

সভায় ২০১৬ সালে সংস্থার আর্থিক হিসাব অনুমোদন করা হয়, অনুমোদিত হয় ২০১৭ সালের বাজেটও। এছাড়া চলতি বছরে সংস্থার গবেষণা, ডায়লগ এবং প্রকাশনাগুলো অনুমোদন দেওয়া হয়।