অফিস করলেন তিন ডেপুটি গভর্নর

মেয়াদ বাড়ার পর কর্মস্থলে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 03:51 PM
Updated : 8 Feb 2016, 03:51 PM

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেওয়ার পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গভর্নর আতিউর রহমান। এ সময় তিনি তাদের পুনঃনিয়োগে সন্তোষ প্রকাশ করেন।

এই তিন ডেপুটি গভর্নর হলেন- আবু হেনা মো. রাজী হাসান, এসকে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা।

কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃনিয়োগ পাওয়ার পর প্রথম কর্মদিবসে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকের বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে তিন ডেপুটি গভর্নরকে শুভেচ্ছা জানানো হয়।

রোববার  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়ানো সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ২২ জানুয়ারি এই তিন ডেপুটি গভর্নরের চাকরির মেয়াদ শেষ হয়। ২০১২ সালের জানুয়ারিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।