তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়ল

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী তাদের চাকরির মেয়াদ বেড়েছে পাঁচ মাস থেকে আড়াই বছর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 02:24 PM
Updated : 7 Feb 2016, 02:30 PM

এর মধ্যে আবু হেনা মো. রাজী হাসানের মেয়াদ বেড়েছে দুই বছর সাত মাস।

এসকে সুর চৌধুরীর বেড়েছে প্রায় দুই বছর এবং নাজনীন সুলতানার চুক্তির মেয়াদ বেড়েছে সাড়ে ৫ মাসের মতো।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

গত ২২ জানুয়ারি তাদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়েছে। ২০১২ সালের জানুয়ারিতে তারা নিয়োগ পেয়েছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ১০ (৪) নং ধারা অনুযায়ী এই তিন জনের পূর্বের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে ৬২ বছর বয়স পর্যন্ত বাড়ান হয়েছে।

তিন জনের মধ্যে আবু হেনা মো. রাজী হাসানের চুক্তিভিত্তিক মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে।

এসকে সুর চৌধুরীর মেয়াদ বেড়েছে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত; নাজনীন সুলতানার বেড়েছে চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত।

এর আগে এই তিন ডেপুটি গভর্নরের পুনঃনিয়োগ চেয়ে গভর্নর আতিউর রহমান সুপারিশ করেছিলেন।