সিআইইউর ‘ওপেন-ডে’ অনুষ্ঠিত

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) অষ্টম ‘ওপেন-ডে’ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 02:08 PM
Updated : 7 August 2017, 02:08 PM

সোমবার নগরীর জামালখানের ক্যাম্পাসে দিনটি উপলক্ষ্যে সিআইইউ আমেরিকান কর্নার মাত্র ২০০ টাকায় এক বছরের জন্য তাদের সদস্য হওয়ার সুযোগ দেয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, “শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীরা যাতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বের হতে পারে সে লক্ষ্যে সিআইইউ কাজ করছে।

“চট্টগ্রামের সিআইইউ এবং ঢাকার আইইউবি বাংলাদেশের দুটি অনন্য বিশ্ববিদ্যালয়। দুটি প্রতিষ্ঠানের ট্রাস্টিরা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ নেন না। সঠিক পড়ালেখার জন্য সিআইইউ একটি আদর্শ বিশ্ববিদ্যালয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, আইন অনুষদের সমম্বয়ক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাহিদ খান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

ওপেন-ডে উপলক্ষ্যে সিআইইউ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো নানা উদ্যোগ ও বিশেষ ছাড় ঘোষণা করে।

আইসক্রিম পার্লার ‘আইস বার্গ’ তাদের নানা পদের আইসক্রিমের ওপর বিশেষ ছাড় ঘোষণা করে। এছাড়া বার্গউইচ টাউন, এ-রয়-ডি হাউস এবং দ্য সিগনেচার রেস্টুরেন্টেও ছিল ছাড়।

অনুষ্ঠানে আগ্রহীদের সিআইইউর বিভিন্ন তথ্য জানানোর জন্যও ছিল আলাদা বুথ। এদিন স্পট অ্যাডমিশনেরও সুযোগ রাখা হয়।