চট্টগ্রামে ‘ইম্পেরিয়াল হসপিটাল’ পরিচালনায় অস্ট্রিয়ার ভিএএমইডি

চট্টগ্রামে নির্মাণাধীন ইম্পেরিয়াল হসপিটাল পরিচালনায় অস্ট্রিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 01:45 PM
Updated : 20 May 2017, 01:45 PM

অস্ট্রিয়ার ভিএএমইডি আগামী পাঁচ বছর নির্মাণাধীন এ হাসপাতালটির ব্যবস্থাপনাসহ চিকিৎসা সংক্রান্ত সব বিষয় পরিচালনা করবে।

শনিবার হাসপাতাল প্রাঙ্গনে ইম্পেরিয়ালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস এবং অস্ট্রিয়ার ভিএএমইডির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফ উইগল একটি চুক্তিতে স্বাক্ষর করেন। 

চট্টগ্রামের পাহাড়তলীর জাকির হোসেন সড়কে নির্মাণাধীন এ হাসপাতালটি এ বছরের শেষ দিকে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকরা।

হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান চিকিৎসক রবিউল হোসেন জানান, মোট সাত একর জায়গার ওপর ৩৫০ শয্যার এ হাসপাতালটি তৈরি হচ্ছে।

এখানে ৮৮ টি একক এবং ৭৬ টি দ্বৈত শয্যার পাশাপাশি ১৪ টি অপারেশন থিয়েটার, শিশুদের জন্য ১০ টিসহ মোট ৭৫ টি ক্রিটিক্যাল কেয়ার বেড ও ব্ল্যাড ব্যাংক থাকবে। সার্বক্ষণিক ৫২ জন চিকিৎসক থাকবেন চিকিৎসার দায়িত্বে।

এছাড়া জরুরি বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা এবং রোগীর স্বজনদের জন্য ৪২ টি কক্ষ থাকবে হাসপাতালে।

রবিউল হোসেন বলেন, অসুস্থ হলে চট্টগ্রামের অনেক রোগীকে বন্দর নগরীর বাইরে যেতে হয়।

“হাসপাতালটি নির্মাণের ফলে তাদের একদিকে অর্থের সাশ্রয় ও অন্যদিকে সময় বাঁচবে।”

সংকটাপন্ন রোগীদের জন্য লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স ও হেলিপ্যাড থাকছে এ হাসপাতালে।

গরীব ও দুস্থ রোগীদের জন্য হাসপাতালের মোট শয্যার ১০ শতাংশ সবসময় বরাদ্দ থাকবে বলে জানান রবিউল।

হাসপাতালের ট্রাস্টি বোর্ডের পরিচালক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে ক্রিস্টোফ উইগল, হাসপাতালের অবকাঠামো নির্মাণের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কেএমডির প্রকৌশলী স্ট্রোমেয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মো. সিরাজ উদ্দিন, বর্তমান উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য দেন।