চট্টগ্রামে ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 12:52 PM
Updated : 1 July 2016, 12:52 PM
বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চালানো অভিযানে সম্প্রতি এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন চকবাজার থানার ওসি আজিজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সবুজ (২৫), মো. খোকন (২৮) ও শহীদুল ইসলাম (২৫)। 

ওসি আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ জুন দুপুরে গুল-এ-জার বেগম হাই স্কুলের কাছে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে জানিয়ে তিনি বলেন, ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি ছিনতাই করা এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. আতিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে বহদ্দারহাট এলাকা থেকে অটোরিকশাসহ সবুজকে আটক করা হয়।

তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খোকনকে শিল্পকলা একাডেমী ও শহীদুলকে চট্টেশ্ররী রোড থেকে প্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সবুজের কাছ থেকে ৩০ হাজার টাকা ও অন্য দুইজনের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই টাকা ছিনতাইয়ের বলে স্বীকার করেছেন তারা।

ছিনতাই হওয়া বাকি টাকা ও চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান এসআই আতিকুল্লাহ।