‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ রাবাদা

অভিষেকে কাগিসো রাবাদার বোলিংয়ে মুগ্ধ সতীর্থ ডেভিড মিলার। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, তরুণ বোলারের সামনের পথচলা মসৃণ করতে সম্ভব সব সহযোগিতাই দল থেকে করা হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2015, 01:58 PM
Updated : 11 July 2015, 03:47 PM

অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন রাবাদা। ২০ বছর বয়সী পেসারের বোলিং তোপে শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রাবাদা।

দ্বিতীয় ওয়ানডের আগের দিন শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে মিলার জানান, রাবাদার প্রথম ম্যাচের বোলিংয়ে তখনও মোহাবিষ্ট তিনি।

“কেজিকে (রাবাদা) ভালো করতে দেখা ছিল অসাধারণ। সত্যিকারের চ্যাম্পিয়নের মতো বোলিং করেছে সে। অভিষেকেই হ্যাটট্রিকসহ ৬ উইকেট অতিমানবীয় পারফরম্যান্স।”

এমন দারুণ পারফরম্যান্স রাবাদার কাছ থেকে নিয়মিত পেতে তার পাশে থাকবে গোটা দল, জানালেন মিলার।

“তরুণ বোলার হিসেবে যে কঠোর পরিশ্রম সে করেছে, সেটার ফল পেয়েছে। স্বপ্ন পূরণ হয়েছে ওর। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। আমরা দলে সবাই ওকে সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত যাতে আরও ভালো ও পরিণত হতে পারে।”