ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই ব্যাটসম্যানদের রানে ফেরার মধ্যেই স্বাগতিকদের সমস্যার সমাধান দেখছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2015, 01:28 PM
Updated : 11 July 2015, 03:48 PM

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে হারে বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে হারে তারা। 
 
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা নাসির ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান।
 
“সবচেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সামর্থ্য আমাদের আছে। কিন্তু আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারছি না। ব্যাটসম্যানরা রান পেলে হারানো সম্ভব।”
 
শুক্রবার প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দিনটি ভুলে সামনের দিকে তাকাতে চান নাসির।
 
“আমি মনে করি, শেষ ওয়ানডেটা আমাদের খারাপ দিন গেছে। ওখান থেকে আমাদের নিজেদেরই ঘুরে দাঁড়াতে হবে। দলে সব ঠিক আছে, কোনো কিছু বদলায়নি। সবাই আত্মবিশ্বাসী, একটা ম্যাচ জিতলেই সব ঠিক হয়ে যাবে।”