খুলনায় উজ্জ্বল তাইজুল

খুলনা টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন তাইজুল ইসলাম। ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 08:04 AM
Updated : 1 May 2015, 02:59 PM

বুধবার সামি আসলামকে ফিরিয়ে পাকিস্তানের একমাত্র উইকেটটি নিয়েছিলেন তাইজুল। পরদিন অতিথিদের সবেচেয় অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ইউনুস খান ও মিসবাহ-উল-হককে ফেরান ২৩ বছর বয়সী এই তরুণ।

শুক্রবার মাত্র ৩৪ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান। এতে সবচেয়ে বড় অবদান রয়েছে তাইজুলের। ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরকে ফিরিয়ে দেন তিনি।

১৬৩ রানে ৬ উইকেট নিয়ে তাইজুলই বাংলাদেশের সেরা বোলার।

গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুলের। সেই ম্যাচেই প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।

টেস্টে ইনিংসে বাংলাদেশের সেরা ‘বোলিং ফিগার’ তাইজুলের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি। 

পাকিস্তানের প্রথম ইনিংস শেষে তাইজুলের টেস্ট উইকেট এখন ৩১টি। ২৭.১২ গড়ে উইকেটগুলো নিয়েছেন তিনি।