চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার লক্ষ্য তামিমের

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে বাংলাদেশের উত্তরণে ভীষণ খুশি তামিম ইকবাল। উদ্বোধনী এই ব্যাটসম্যান মনে করছেন, ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য এখন হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 02:03 PM
Updated : 1 May 2015, 03:00 PM

বৃহস্পতিবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসে বাংলাদেশ। সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও বাংলাদেশের সমান ৮৮। কিন্তু ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকায় সাত নম্বরে আছে জ্যাসন হোল্ডারের দল।

এ নিয়ে মজা করতে ছাড়েননি খুলনা টেস্টে শতক করা তামিম।

“আমার তো মনে হয়, আমরা সাত নম্বরে। সাত আর আট তো মনে হয় একই পয়েন্ট। এটা অনেক বড় একটা অর্জন। বিশাল অর্জনই আসলে।”

বাংলাদেশের আটে উত্তরণে বড় অবদান রয়েছে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে দুটি শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের।

২০১৭ সালের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ে আট নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

“আশা করব, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকতে পারি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারি। আমার মনে হয়, ওয়ানডেতে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”