বাংলাদেশের ভাবনায় প্রথম সেশন আর নতুন বল

১০ উইকেট হাতে রেখে বাংলাদেশ পিছিয়ে আছে ২৩ রানে। তাই বলে ম্যাচ খুব সহজ হয়ে গেছে মানতে রাজি নন তামিম ইকবাল। বাংলাদেশের সহ-অধিনায়ক মনে করছেন, এক সেশনের নাটকীতায় ম্যাচ আবার ঘুরে যেতে পারে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 02:26 PM
Updated : 1 May 2015, 02:59 PM

২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান। তামিম ১৩৮ ও ইমরুল কায়েস ১৩২ রানে অপরাজিত রয়েছেন।

যারা এখন টেস্টে শুধু ড্র দেখছেন তাদের সতর্ক করে দিলেন তামিম।

“ক্রিকেট খেলা খুব কঠিন। আজকের দিনটা আমাদের। কালকের দিনে (শনিবার) ওরা যদি ভালো খেলে তাহলে ওদের হতে পারে। কালকে  আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।”

প্রথম সেশনটি খুব গুরুত্বপূর্ণ মনে করছেন টানা তিন টেস্টে শতক পাওয়া তামিম।

“আমরা যদি প্রথম সেশনটা ভালো ভাবে পার করে দিতে পারি, তখন হয়তো আমরা ওপরের দিকেই থাকব। এরপর ১০-১২ (আসলে ১৯) ওভার পর নতুন বল আছে, সে সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওই সময়টা যদি আমরা ভালো ভাবে কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের পক্ষে ম্যাচটা চলে আসবে।”

শনিবার অন্তত প্রথম দুই ঘণ্টা ক্রিজে থাকতে চান এই উদ্বোধনী ব্যাটসম্যান।

“প্রথম দুই ঘণ্টায় ভালো ব্যাট করতে হবে। আমি যদি দুই ঘণ্টা ব্যাটিং করতে পারি, রান এমনিতেই আসবে। আজকে যেভাবে খেলেছি সেভাবে শুরুর চেষ্টা করব।”

তামিম মনে করেন, খুলনা টেস্ট ভালো ভাবে শেষ করা গেলে তা হবে বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।