মাশরাফির বিদায়ের আবেগ ছুঁয়ে যাচ্ছে সাকিবকে

এমনিতে কথা বা আচরণে আবেগের প্রকাশ থাকে কমই। মাঠে ব্যাট-বলেই কথা বলতে পছন্দ করেন। তবে মাশরাফি বিন মুর্তজার বিদায় তো বিশেষ কিছু! আবেগটা তাই স্পর্শ করছে সাকিব আল হাসানকেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 08:06 PM
Updated : 7 April 2017, 08:01 AM

এদিনও ব্যাটে-বলেই দিয়েছেন আসল উপহার। ম্যান অব দা ম্যাচ হয়েছেন, বিদায়ী ম্যাচে মাশরাফিকে উপহার দিয়েছেন জয়। শুধু পারফরম্যান্সে নয়, সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়াতেও থাকল মাশরাফির প্রদি শ্রদ্ধা ও ভালোবাসা।

“উনিতো ড্রেসিংরুমে অন্যরকম ফিগার। স্বাভাবিক ভাবেই সবাই উনাকে মিস করবে। অনেক জায়গাতেই অনেক সময় সাপোর্ট দরকার হয় খেলার ভেতরে এবং বাইরে। উনার মতো হেল্পফুল মানুষই হয় না। সেই সব দিক থেকে তার চলে যাওয়া সতিই ইমোশনাল।”

সাকিবের আশা, মাশরাফির হাত ধরে ওয়ানডের বাংলাদেশ, দেশের ক্রিকেট এগিয়ে যাবে আরও।

“ক্রিকেট যেহেতু আজীবন কেউ খেলবে না, একটা সময় কারও আসতে হবে, যেতে হবে। আমি তার ভবিষ্যত জীবনের জন্য শুভকমনা জানাই। যেহেতু উনি এখনও আমাদের ওয়ানেডে দলের অনেক বড় একটা অংশ। আমি চাইব যে উনি ওখানে আরও অনেক দিন চালিয়ে যান। বাংলাদেশের ক্রিকেটটা আরও সামনের দিকে এগিয়ে যাক।”