মাশরাফির বিদায়ে সাকিবের শ্রদ্ধার্ঘ্য

শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি ব্যাটে-বলেই। অসাধারণ পারফরম্যান্সে মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচ করেছেন স্মরণীয়। অধিনায়কের প্রতি সাকিব আল হাসানের সেই ভালোবাসা উঠে এলো কণ্ঠেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 05:56 PM
Updated : 7 April 2017, 08:02 AM

ব্যাটিংয়ে ৩১ বলে করেছেন ৩৮। নতুন বলে নিজের প্রথম দুই ওভারেই উইকেট। পরে ফিরে এসে ভেঙেছেন মূল বাধা হয়ে ওঠা জুটি। মাশরাফির শেষ টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ সাকিব।

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি। মাশরাফির শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সাকিব। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সাকিব জানালেন বিদায়ী অধিনায়ককে নিয়ে তার ভাবনা।

“তিনি এমন একজন, আমাদের ড্রেসিং রুমে যিনি খুবই স্পেশাল। আমি ক্রিকেট খেলা শুরুর আগে থেকেই তাকে চিনি। আমরা একই জায়গা থেকে এসেছি। ভাষায় প্রকাশ করতে পারব না এই দলের কতটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।”

“তার ভবিষ্যতের জন্য শুভকামনা। এখনও ওয়ানডে দলের অধিনায়ক। সেখানে বড় ভূমিকা রাখবেন সামনেও।”

টি-টোয়েন্টির নেতৃত্বে মাশরাফির সম্ভাব্য উত্তরসূরিও সাকিবই।