বাংলাদেশের হারার ম্যাচে এলবিডব্লিউয়ের রেকর্ড

আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি হয়ত দ্রুতই ভুলে যেতে চাইবে বাংলাদেশ। তবে ম্যাচটিকে মনে রাখবে রেকর্ড বই। এক ওয়ানডেতে সবচেয়ে বেশি এলবিডব্লিউর রেকর্ড স্পর্শ করেছে এই ম্যাচ!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:36 PM
Updated : 28 Sept 2016, 06:55 PM

বুধবার বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডেতে এলবিডব্লিউ হয়েছেন ৮ জন ব্যাটসম্যান। দুই দলের ইনিংসেই এলবিডব্লিউ হয়েছেন ৪ জন করে ব্যাটসম্যান।

৩ হাজার ৭৮৩ ম্যাচের ওয়ানডে ইতিহাসে ৮টি এলবিডব্লিউ দেখেছে আর মাত্র দুটি ম্যাচ। সেই ১৯৭৫ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে হয়েছিল ৮টি এলবিডব্লিউ। এরপর ১৯৯৬ সালে শারজাহতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচেও একই সংখ্যক ব্যাটসম্যান ধরা পড়েছিলেন এলবিডব্লিউয়ের ফাঁদে।

৭ জন ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছে ৩টি ওয়ানডেতে। এই ম্যাচ তিনটি আবার গত কয়েক বছরেই। ২০১১ বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তান-কানাডা ম্যাচ, ২০১৩ সালে পার্লে দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড ম্যাচ ও গত জুনে গায়ানায় দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ।