অধিনায়কত্ব কঠিন নয়: সাকিব

ছুটি কাটিয়ে এসেই দলকে নেতৃত্ব দেওয়া কঠিন মনে করছেন না রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 06:15 PM
Updated : 23 Nov 2015, 06:17 PM

সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পরই দেশ ছেড়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে শোনেন প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর।

বিপিএলের তৃতীয় আসরে খেলতে রোববারই দেশে পৌঁছান সাকিব। খেলা শুরুর ঘণ্টা তিনেক আগে পৌঁছানোয় সরাসরি মাঠে আসতে হয় তাকে। দলের সঙ্গে খুব একটা অনুশীলনের সুযোগও হয়নি তার।

ক্রিকেটে অধিনায়কের ওপর অনেক কিছুই নির্ভর করে। সতীর্থদের বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এক সঙ্গে অনুশীলনের সুযোগ না মিললেও এর কোনো ঘাটতি দেখছেন না সাকিব

“খুব কঠিন না। আমাদের দেশি ক্রিকেটার তো সবাইকেই চিনি। আর বিদেশি সবার সঙ্গেই খেলেছি। সবাই বন্ধুত্বপূর্ণ এবং ভালো। এখন আসলে প্রায় প্রতি দেশেরই টি-টোয়েন্টি লিগ হয়, সবার সঙ্গে সবার খেলার সুযোগ হয়। সবার মধ্যে তা সম্পর্ক থাকেই মাঠের বাইরে।”