শেষের বোলিং আর মাঝের ব্যাটিংয়ে সাকিবের আক্ষেপ

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হারার পর শেষ দিকে ধারহীন বোলিং আর মাঝের সময়ে বাজে ব্যাটিংয়ের আক্ষেপ ঝরল রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 06:06 PM
Updated : 23 Nov 2015, 06:16 PM

রোববার বিপিএলের উদ্বোধনী ম্যাচে শেষ বলের নাটকীয় জয়ে যাত্রা শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে সোমবার দ্বিতীয় ম্যাচে তারা ১৩ রানে হেরেছে প্রথম ম্যাচ খেলতে নামা বরিশাল বুলসের কাছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব কাঁটাছেড়া করলেন নিজ দলের পারফরম্যান্সের।

“শেষ দিকে আমরা ভালো বল করতে পারিনি। শেষ ৪-৫ ওভারে অনেক রান দিয়েছি আমরা। ব্যাটিংয়ে টপ অর্ডার বাজে ব্যাটিং করেছে। মিডল অর্ডারও যথেষ্ট সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে পারেনি। মাঝে একটা পর্যায়ে ৫ ওভারে আমরা ২০ রানের মত নিয়েছি। এতে পরে চাপ পড়ে গেছে।”

বল হাতে সাকিবদের শুরুটা ছিল দারুণ। ১৫ রানের মধ্যে বরিশালের ৪ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্ত সেই চাপ কাটিয়ে ওঠে বরিশাল। শেষ ৪ ওভারে ৫১ রান তুলে শেষ পর্যন্ত স্কোর গড়ে ১৫৫। এটাই পার্থক্য গড়ে দিয়েছে পরে।

এত বাজে শুরুর পরও বরিশাল দেড়শ’ ছাড়ানোয় কৃতিত্বটা তাদেরই দিলেন সাকিব।

“আমর মনে হয় না আমরা হালকা মেজাজে চলে গিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি। ওদেরকেও কৃতিত্ব দিতে হবে। দারুণ খেলেই ওরা ভালো জায়গায় নিয়ে গেছে দলকে।”