গণিতে খারাপ করার প্রভাব যশোর বোর্ডের ফলে

মাধ্যমিকে এবার গণিত পরীক্ষায় খারাপ করার প্রভাব পড়েছে যশোর শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:11 AM
Updated : 30 May 2015, 10:11 AM

গতবছরের তুলনায় এই বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র।

এবার মাধ্যমিক পরীক্ষায় যশোর থেকে অংশ নেয় এক লাখ ২৮ হাজার ১৭৫ জন। পাস করেছে এক লাখ সাত হাজার ৬৯৮ জন। পাসের হার ৮৪ দশমিক ০২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ১৯ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৫৫ হাজার নয় জন ছেলে ও ৫২ হাজার ৬৮৯ জন মেয়ে।

গতবছর এই বোর্ড থেকে মোট এক লাখ ১৯ হাজার ৯৭ জন পাস করেছিল। অর্থাৎ এবার পাস করা শিক্ষার্থী কমেছে ১১ হাজার ৩৯৮ জন।

এবছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৮১ জন। গত বছর পেয়েছিল ১০ হাজার ৯৪৪ জন।

এই হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে তিন হাজার ৭৬৩ জন।

ফলাফল খারাপ কারণ প্রসঙ্গে মাধব চন্দ্র রুদ্র বলেন, “এবছর গণিতে খারাপ করেছে পরীক্ষার্থীরা। গতবছর এই বিষয়ে পাসের হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ। এবছর সেই হার ৮৭ দশমিক ০৪ শতাংশ।”

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, হরতাল-নাশকতার প্রভাবও ফলাফলে পড়েছে।

“আতঙ্কের কারণে শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে চার হাজার ১৩১ জন ছেলে এবং তিন হাজার ৫০ জন মেয়ে।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ছয় হাজার ৫৭০ জন, মানবিকের ১৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৫৮ জন রয়েছে।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২৫ হাজার ৯৭৬ জন, মানবিক বিভাগের ৪৮ হাজার ৮২৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩২ হাজার ৮৯৫ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৫৫, মানবিকে ৭৬ দশমিক ৬৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ১৬ শতাংশ বলে সংবাদ সম্মেলনে বলা হয়।