উন্মুক্তের এসএসসিতে ৭২.৯৭% উত্তীর্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এসএসসিতে ৭২ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, ২৭ জন পেয়েছেন জিপিএ-৫।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2014, 09:10 AM
Updated : 27 March 2014, 09:10 AM

২০১১ সালের এই পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৫০ শতাংশ। এই হিসাবে ২০১২ সালের পরীক্ষায় ১৪ দশমিক ৪৭ শতাংশ পয়েন্ট শিক্ষার্থী বেশি পাস করেছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষে এক লাখ ৫৩ হাজার ১০৯ শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে থেকে ৬১ হাজার ৩৫৪ জন চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে ৪৪ হাজার ৭৭৩ জন পাস করেন।

২০১২ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৯ দশমিক ৩৬ শতাংশ ছাত্র এবং ৭৮ দশমিক ২০ শতাংশ ছাত্রী। উত্তীর্ণদের তিন হাজার ৫৬১ জন জিপিএ-৪ এবং ১০ হাজার ১৪৭ জন জিপিএ-৩.৫ পেয়েছেন।

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, বেলা ২টা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.edu.bd এবং www.exam.bou.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

মন্ত্রী বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩২টি প্রোগ্রামে পাঁচ লাখ ৭০ হাজার ২০১ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। আগামী পাঁচ বছরে এই সংখ্যা ১০ লাখে উন্নীত করা হবে।

শিক্ষাবঞ্চিত সব বয়সের ও বিভিন্ন পেশার মানুষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ পায়।

শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, বাউবির উপাচার্ অধ্যাপক এম এ মাননান, উপ-উপাচার্ খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধ্যক্ষ মো. আবু তাহের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।