ইবির ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে শুরু

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2014, 08:34 AM
Updated : 13 Jan 2014, 08:34 AM

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল জানান, সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুসারে ১৮ জানুয়ারি ‘এ ও ‘এইচ’, ১৯ জানুয়ারি ‘বি’, ২০ জানুয়ারি ‘সি’, ২১ জানুয়ারি ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ এবং ২২ জানুয়ারি ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী হবে।

পরীক্ষার ফলাফল ২৫ জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে জানিয়ে তিনি আরো বলেন, এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.iu.ac.bd  

থেকে পাওয়া যাবে।

এর আগে ১৬ থেকে ২১ নভেম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণে তা স্থগিত করে। পরে ১৭ নভেম্বর দ্বিতীয়বার এবং তৃতীয়বার ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার তারিখ ঘোষণার পর স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।