মুটকোর্ট প্রতিযোগিতায় জয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘জাতীয় হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল, রানার আপ হয়েছে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 11:54 AM
Updated : 30 Oct 2016, 03:59 PM

দেশের ২৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা গত ২০ থেকে ২২ অক্টোবর বিভিন্ন ধাপে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
 
যুদ্ধাপরাধের বিচারের আইন নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও আইন বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই আয়োজন করে।  
 
বেসরকারি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির দলটি প্রতিযোগিতায় জয়ী হয়েছে বলে আগে দাবি করা হলেও তা নাকচ করেছেন আয়োজকরা। 
 
প্রতিযোগিতার অন্যতম আয়োজক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি টিম হিসাবে কোনো পুরস্কার পায়নি। তারা সেমি ফাইনাল পর্ব থেকে বাদ পড়েছে। 
 
“তাদের একজন বেস্ট রিসার্চার হিসাবে পুরস্কার পেয়েছে। একইভাবে নর্দান ইউনিভার্সিটির একজন পেয়েছে ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।” 
 
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিমের পরিচালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তুরিন আফরোজ।
 
শিক্ষার্থীদের একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট টিম হচ্ছে একমাত্র প্রতিযোগী দল, যারা প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে অপরাজিত ছিল।