জগন্নাথের ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 12:38 PM
Updated : 26 Sept 2016, 12:38 PM

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি ফল প্রকাশের কথা জানানো হয়।

‘বি’ ইউনিটে ৬৭০ টি আসন রয়েছে, যার মধ্যে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৪১৪, ১৫১ ও ১০৫টি আসন বরাদ্ধ রয়েছে।

এ পরীক্ষায় ৩৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী আবেদন করে পরীক্ষার পর মনোনীত হয়েছেন তিন হাজার ৬৮৩ জন, যাদের মধ্যে মানবিক থেকে দুই হাজার ৭০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৭৪২ জন এবং বাণিজ্য ও অন্যান্য থেকে ২৩৮ জন রয়েছেন।

অপরদিকে ‘ই’ ইউনিটের ১২০টি আসনের (সঙ্গীত-৪০, চারুকলা-৪০ ও নাট্যকলা-৪০) বিপরীতে আবেদন করেছিলেন দুই হাজার ২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, যাদের মধ্যে পরীক্ষার পর প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৪৮০ জন।