জগন্নাথের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 02:38 PM
Updated : 24 Sept 2016, 02:38 PM

শনিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও ভাষা শহীদ রফিক ভবনে স্নাতক শ্রেণির এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।একটি কেন্দ্রের দুটি ভবনে পরীক্ষা নেওয়া হয়েছে। কোন ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি।

এদিকে ‘ই’ ইউনিটের অধীনে সঙ্গীত, চারুকলা ও নাট্যকলা বিভাগের ১২০টি আসনের (সঙ্গীত- ৪০, চারুকলা-৪০, নাট্যকলা-৪০) বিপরীতে আবেদন করেছেন ২০২৭ জন শিক্ষার্থী; অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে এক লাখ ৭৮ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন।