শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধরে ‘ছাত্রলীগ’

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2016, 03:40 PM
Updated : 20 June 2016, 07:24 PM

আহত মাহসাব রনি দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। কীটতত্ত্ব বিভাগে মাস্টার্স অধ্যরত এই শিক্ষার্থী ঘটনার পর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় ডেকে নিয়ে রনিকে ছাত্রলীগ নেতা দেবাশীষ দাস মারধর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি প্রিন্স বিশ্বাস।

মারধরকারী দেবাশীষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

প্রথম দফা মারধরের পর রনি হলে ফিরে যেতে চাইলে দেবাশীষের কর্মীরা তাকে আরেক দফা মারধর করে বলে জানান প্রত্যক্ষদর্শী প্রিন্স।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাক্ষর জালিয়াতি করে প্রশাসন থেকে প্রায় পাঁচ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন- এই সংবাদ প্রকাশের জন্য রনিকে মারধরের শিকার হতে হয়েছে বলে মনে হচ্ছে।”

মারধরের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।

তবে মারধরের কথা অস্বীকার করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ।

“বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িতও না, আবার কাউকে মারধরের ঘটনাও ঘটেনি।”

রনিকে নিজের ‘খুব কাছের ছোটভাই’ বলেও মন্তব্য করেন এই ছাত্রলীগ নেতা।

মারধরের ঘটনাটি শুনেছেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মিজানুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

শেরে বাংলানগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস বলেন, “অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”