চবিতে ‘বঙ্গবন্ধু চত্বর’ উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু চত্বর’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2015, 03:37 PM
Updated : 12 August 2015, 03:37 PM

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে খোলা জায়গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে এই চত্বরটি করা হয়েছে।

বুধবার চত্বর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

টাইলসের দেওয়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে বানানো এই চত্বরের নকশা করেছেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক জসীম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে এই চত্বর নির্মাণ করা হয়েছে।”

ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুর, সাধারণ সম্পাদক এসএম খসরুল আলম কুদ্দুসি, রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী উপস্থিত ছিলেন।