যুবদল নেতা খুনের আসামি স্ত্রী-শ্যালক

সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে (৩৫) খুনের ঘটনায় স্ত্রী ও শ্যালকসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 02:58 PM
Updated : 2 June 2015, 02:58 PM

নিহত সুজনের মা মাজেদা বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে সদর থানায় মামলাটি দায়ের করেন।

সুজনের স্ত্রী উম্মে সালমা তিথি (২৮) ও শ্যালক পিয়াসকে (২৬) ঘটনার রাতেই আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার বাদ আসর স্থানীয় মালসাপাড়া স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

সোমবার নিজ ঘরের শয়নকক্ষে শহরের মিরপুর উত্তর হাজীপাড়ার আব্দুল সামাদের ছেলে সুজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। 

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, আটক তিথি ও পিয়াসকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে। 

এ ঘটনায় সুজনের মায়ের মামলায় তিথি ও পিয়াস ছাড়াও অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।  

সরেজমিন সুজনের বাড়ি গেলে পরিবারের স্বজনরা জানান, প্রেম করে ১৯৯৫ সালে সুজন পার্শ্ববর্তী বিরালা কুঠি মহল্লার গোলাম রহমান পারভেজের মেয়ে উম্মে সালমা তিথিকে বিয়ে করেন। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ২০০১ সালে আবারও তারা বিয়ে করে।

তাদের সংসারে সুতি নামে ৯ বছরের একটি মেয়ে রয়েছে। সুতি স্থানীয় স্কুলে ৩য় শ্রেণিতে পড়ে।

কয়েকবছর যাবত রাজনৈতিক মামলার কারণে সুজন রাতে বাড়ি থাকতেন না এবং নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন।

এ অবস্থায় স্ত্রী অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।