বিদ্যুৎ বিল বকেয়া থাকায় হাটহাজারীতে ৯ সংযোগ বিচ্ছিন্ন, মামলা

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নয়টি সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 03:48 PM
Updated : 24 May 2015, 03:48 PM

রোববার পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসানের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ৮২ হাজার টাকা জরিমানাও করে।

চট্টগ্রাম পিডিবির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাটহাজারী উপজেলার হাটহাজারী বাজার, কলেজ রোড, মেখল, পূর্ব ছড়ার কুল ও চৌধুরীহাট ও কমিশনার রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় মোট ৮২ হাজার টাকা জরিমানা এবং তিন লাখ ৫০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল থাকায় নয়টি সংযোগ বিচ্ছিন্ন করে ১২ বিল খেলাপীর বিরুদ্ধে নয়টি মামলা করা হয়।