সাতক্ষীরায় বাস খাদে, নিহত ৩

সাতক্ষীরার তালা উপজেলায় বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 01:33 PM
Updated : 24 May 2015, 01:34 PM

রোববার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার ওসি রেজাউল করিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার সুজিত কুমার মন্ডলের স্ত্রী চম্পা রানী মণ্ডল (২২), তালার বড়বিলা গ্রামের বিশ্বজিত দাসের মেয়ে টুম্পা দাস (২০) ও খুলনার ডুমুরিয়ার আসাদ মিয়া (৪৮)।

আহতদের মধ্যে রয়েছেন তালার টেংরামারী গ্রামের আসাদুল ইসলাম (৩২), যশোরের আরিফ (২৫), খুলনার মুশ্নিপাড়ার হাসিনা বেগম (৩২), সাতক্ষীরা সদরের ধুলিহর গ্রামের সাবিনা খাতুন (২২), খুলনার ডুমুরিয়ার চুকনগর গ্রামের পলাশ (২২) ও তার স্ত্রী শম্পা (১৮)।

বাকিদের নাম জানা যায়নি।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তালার তেঁতুলিয়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মিয়াজান মোড়ল ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ -১১-০১৬১) সুভাষিনী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন, আহত হন কমপক্ষে ২০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালায়।