‘আইনি জটিলতায় নূর হোসেনকে দিতে পারছে না ভারত’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন দেশে নয় ভারতের জেলে আছে। আইনি জটিলতায় ভারত তাকে ফেরত দিতে পারছে না।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 02:58 PM
Updated : 26 April 2015, 02:58 PM

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। ভারত আশ্বাস দিয়েছে তাকে ফেরত দেবে। ভারতের কিছু আইনি জটিলতার কারণে ফেরত দিতে পারছে না।

“তাদের সঙ্গে যোগাযোগ আছে। যেকোনো সময় যেকোনো দিন নূর হোসেনকে আমারা পেয়ে যাব।”

রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও পুলিশ লাইনে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “হত্যাকাণ্ড সর্ম্পকে কিছু এভিডেন্স সংসদ সদস্য শামীম ওসমান জানিয়েছেন। এটা আমরা তদন্ত করে দেখব এবং সবকিছু জানাব।

“আমাদের আরও কিছু এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণ প্রয়োজন আছে। এগুলো পেলই ত্বকী হত্যার চার্জশিট দেওয়া হবে।”

পুলিশ সুপার খন্দাকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে সুধী সমাবেশ বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সংসদ সদস্য শামীম ওসমান, হোসনে আরা বাবলী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ ।