রংপুরে ভূমিকম্পে মাটিচাপায় মৃত্যু

ভূমিকম্পের সময় রংপুর সিটি করপোরেশন এলাকায় কুয়ায় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 02:56 PM
Updated : 26 April 2015, 02:56 PM

রোববার দ্বিতীয় দিনের ভূমিকম্পনে বিনোদপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিক আখতারুল ইসলামের (৩৫) রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়নের ভুরারঘাট গ্রামে।

গৃহকর্তা আব্দুল ওয়াহাব জানান, কুয়া খোঁড়ার সময় আখতারুল ইসলাম কুয়ার ভেতরে কাজ করছিলেন। ভূকম্পনে কুয়ার উপরের মাটি ভেঙে পড়লে নিচে চাপা পড়েন আখতারুল।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের লোকজন এসে আখতারুলের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাটি সরিয়ে আখতারুলের লাশ উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাত্রা ছিল ৭.৮।

রোববার বাংলাদেশ সময় বেলা ১টা ৯ মিনিট ৯ সেকেন্ডে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে।