মাগুরায় পেট্রোল বোমা হামলা: যুবক আটক

মাগুরায় পেট্রোল বোমা হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ, যার মোটরসাইকেল ওই হামলায় ব্যবহৃত হয় বলে অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 12:29 PM
Updated : 24 March 2015, 12:29 PM

মঙ্গলবার দুপুরে মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের বাড়ি থেকে গাজী খালিদ (২৫) নামের ওই যুবককে আটক করা হয়।

খালিদ ওই গ্রামের গাজী মোসলেমের ছেলে।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান জানান, গত শনিবার রাতে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করে।

উদ্ধার করা মোটরসাইকেলটির কাগজপত্রে মালিক হিসেবে খালিদের নাম রয়েছে।

খালিদকে আটকের পর মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

তবে খালিদের বাবা গাজী মোসলেম দাবি করেন, মোটরসাইকেলটি তিন বছর আগে তার ছেলে বিক্রি করে দিয়েছে। মালিকানার কাগজপত্র পরিবর্তন না করায় তার নামই রয়ে গেছে।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খালিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার রাতে ট্রাকে ওই পেট্রোল বোমা হামলায় তিন শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ আরও ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ ৫৬ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।