গাছে উঠে প্রতিবাদ

চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গাছে উঠে আছেন জালাল উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি।

সোস্যাল মিডিয়া ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 02:33 PM
Updated : 2 March 2015, 02:33 PM

নিজেকে দার্শনিক দাবি করা জালালের গাছে উঠে বসে থাকার কয়েকটি ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেইসবুকে, যা নিয়ে আলোচনাও চলছে।

ছবিতে দেখা যায়- একহাতে হারিকেন নিয়ে গাছে বসে আছেন জালাল উদ্দিন। তার দুপাশে দুটি ব্যানার ঝুলছে।

একটি ব্যানারে লেখা রয়েছে- “মানুষ মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই গাছে উঠে দাবি আদায়ের কথা বলছি। দাবি আদায় হলে নিচে নেমে আসব।”

অন্যটিতে লেখা- “ক্রসফায়ার, পেট্রোল বোমা, হরতাল, অবরোধ, চিরতরে বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছের ওপরে অবস্থান।”

জালালের ছবি দেখে সুমন দাস নামে একজন ফেইসবুকে লিখেছেন, “আপনার এই প্রতিবাদ বোঝার মতো মানুষ এদেশে কমই আছে। এটা বুঝতে যে শিক্ষার দরকার, সেটা এদেশে নেই। ধন্যবাদ আপনাকে।”

মাসুম খান নামে একজন বলেন, “আমাদের রাজনীতিবিদ্দের তো লজ্জা হয় না।”

এসকে সাহাব উদ্দিন বলেন, “চাচা ফাটাফাটি একটা কাজ করছে। তবে এই প্রতিবাদ বুঝার মত শিক্ষিত লোক রাজনীতিতে নেই।”

মুরশিদ আলম নামে একজন লিখেছেন, “আপনি শান্তির জন্য মাটি থেকে গাছে উঠেছেন, কিন্তু আমাদের রাজনীতিবিদগণ একগুয়েমি থেকে এক চুলও নড়তে রাজি না।”

পলাশ খান নামে একজন লিখেছেন, “জালাল উদ্দিন মজুমদারের কাজ দেখে আমাদের দেশে নির্লজ্জ, বেহায়া রাজনীতিবিদদের লজ্জা হওয়া উচিত, কী রাজনীতি তারা করছে যে দেশের মানুষ অতিষ্ঠ।”

আবার গাছে ওঠার জন্য জালাল মজুমদারকে ‘পাগল’ বলেও সম্বোধন করেছেন কেউ কেউ।

মোতাহারা ফেরদৌস লিয়া লিখেছেন, “পুরাতন পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি......।”

আশ্রাফুল আলম সোহান নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, “দেশে আর কত রকম পাগল দেখব?”