নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন

বিএনপি জোটের অবরোধ ও হরতালে দেশব্যাপী চলমান নাশকতার মধ্যে নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ঝালকাঠী ও বরিশালে মানববন্ধন করেছেন।

বরিশাল প্রতিনিধিঝালকাঠী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 10:13 AM
Updated : 1 Feb 2015, 12:02 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা।

নাশকাতা পরিহার করে নির্বিঘ্নে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য ২০ দলের প্রতি দাবি জানান তারা।

পরীক্ষার্থী সুমাইয়া আক্তার মানববন্ধনে দেশের ১৫ লাখ শিক্ষার্থীর কথা ভেবে হরতাল প্রত্যাহারের দাবি জানান।

মনির হোসেন নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চাদের পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ রাজনীতির ভাষা হতে পারে না।”

এ ধরনের রাজনীতি থেকে সরে আসতে ২০ দলের প্রতি আহ্বান জানান অভিভাবকরা।

ঝালকাঠী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এমএ রশীদ বলেন, “আমারা সকল বাধা উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যাব।”

মানবন্ধন করে পরীক্ষার সময় হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরা।

বেলা ১১টায় সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনে পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।

শিক্ষক নেতা আবু মো. ফারুকের সভাপতিত্বে এ মানববন্ধনে পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ না দেওয়ার জন্য ২০ দলের প্রতি অনুরোধ জানান বক্তারা।

তারা পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্যও সরকারের কাছে দাবি জানান।

আগামী সোমবার এসএসসি পরীক্ষা শুরুর সূচি থাকলেও বিএনপির টানা ৭২ ঘণ্টা হরতালের কারণে প্রথম দিনের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেওয়া হয়েছে।

তবে ৪ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত পরীক্ষাগুলো আগের সূচিতেই হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।