বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী’ তালিকায় চেয়ে জাতিসংঘে স্মারকলিপি

বিএনপি ও তার অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে জাতিসংঘের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:36 AM
Updated : 27 Jan 2015, 05:43 AM

স্থানীয় সময় সোমবার দুপুরে নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সামনে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক বাংলাদেশি। 

মানববন্ধনের পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে দেশব্যাপী চলমান নাশকতা ও সহিংস পরিস্থিতির বিবরণ দেওয়া হয়েছে।

কর্মসূচি থেকে অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধের অর্ডিন্যান্স জারির জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গত ৫ জানুয়ারি একই দাবিতে হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা।

২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সব অভিযোগ আন্তর্জাতিক মহলে তোলা হয়েছে তার সবকিছুই ‘মিথ্যা ও বানোয়াট’ বলে আওয়ামী লীগের এই স্মারকলিপিতে বলা হয়েছে।

মানববন্ধনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট বাংলাদেশে নিরীহ মানুষ হত্যা করছে।

“নাশকতা করে জনজীবনকে জিম্মি করে ফেলেছে। এদের আন্তর্জাতিক আইনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে।”