নরসিংদীতে ‘ডাকাতের’ গুলিতে প্রাণ গেল স্কুলছাত্রের

নরসিংদী শহরে ‘ডাকাতের গুলিতে’ এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত সাত জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 07:24 AM
Updated : 24 Dec 2014, 07:24 AM

মঙ্গলবার রাতে শহরের রাঙ্গামাটিয়া শহীদ মিয়ার বাড়ি, নরসিংদী বাজার সংলগ্ন দেশ প্রিয় রোডের অমিত সাহা, সৌমিক সাহা ও রঞ্জিত সরকারের বাড়িতে ডাকাতের হামলার সময় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আহমদ আলী (১৫) শহরের রাঙ্গামাটি এলাকার শহীদ মিয়ার ছেলে। সে সাটিরপাড়া কে কে এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে অমিত সাহার ছেলে সুমিত সাহা (১৫) ও মেয়ে  ছাত্রী অদ্রিতা সাহা (১৩)।

এছাড়া শহীদ মিয়া (৪০), তার ছেলে মোহাম্মদ আলী (২০), অমিত মিয়া (১২) ও প্রতিবেশী ভাড়াটিয়া জয়নাল মিয়াকে ( ৪৫) জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. আবুল কাসেম জানান, গুলিতে নিহত স্কুলছাত্র আহমদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসতাপাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শহীদ মিয়ার মা খোরশেদা বেগম (৫৮) বলেন, রাত দেড়টার দিকে পুলিশের পোশাক পরা ১০/১২ ডাকাত প্রতিবেশী ব্যবসায়ী মাইনউদ্দীনের বাড়িতে হানা দেয়।

ডাকাতরা ওই বাড়ির জানালার গ্রিল কাটার সময় গৃহকর্তা টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আহমদ আলী নিহত হয়।

ব্যাংক কর্মকর্তা অমিত সাহা বলেন, ১০/১২ জন ডাকাত গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জিম্মী করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে।

এ সময় বাঁধা দেওয়ায় আমার ছেলে সুমিত সাহা ও মেয়ে অদ্রিতা সাহাকে ডাকাতরা গুলি করে।

“পরে পার্শ্ববর্তী সৌমিক সাহা ও রঞ্জিত সরকারের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ,কাপড় চোপড় ও ছয়টি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা।”