আজমির শরিফ জিয়ারতে রাষ্ট্রপতি

ভারতের রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক জয়পুর (ভারত) থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 02:01 PM
Updated : 21 Dec 2014, 03:16 PM

রোববার দুপুরে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আজমির যান রাষ্ট্রপতি। সেখানে আজমিরের মেয়র কামার বাকলিয়া রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মইনুদ্দিন চিশতীর মাজারে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। মাজারে গিলাবও চড়ান তিনি।

পরে রাষ্ট্রপতি মাজার কমপ্লেক্স ঘুরে দেখেন।

বিকালে রাষ্ট্রপতি জয়পুরের অন্যতম দর্শনীয় স্থান ‘আমের ফোর্ট’ পরিদর্শন করেন। রাজস্থানের প্রাচীন রাজধানী আমেরের এই দুর্গ ১৫৯২ সালে মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম রাজা মান সিংহ তৈরি করেন।

শেষ বিকেলের আলোয় মুঘল এবং রাজপুত স্থাপত্য কলার মিশ্রণে তৈরি পাথরের এই প্রাসাদ ঘুরে দেখেন রাষ্ট্রপতি। পরে সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এর আগে আগ্রা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে জয়পুর পৌঁছান রাষ্ট্রপতি। 

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে বৃহস্পতিবার ছয় দিনের সফরে ভারত আসেন রাষ্ট্রপতি। ২৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।