বান্দরবানে রাজপূণ্যাহ, তিনদিনের মেলা শুরু

বান্দরবানে শুক্রবার বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 10:39 AM
Updated : 19 Dec 2014, 10:39 AM

১৩৭ তম এ রাজপূণ্যাহকে সামনে রেখে রাজবাড়ি মাঠে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টায় বোমাং সার্কেল চিফ ১৭তম বোমাংগ্রী রাজা উচপ্রু ইঞ্জিনিয়ার রাজবাড়ি থেকে রাজবাড়ি মাঠে নির্মিত দরবারে আসেন বার্ষিক খাজনা আদায়ের জন্য।

ওই সময় ১০৯টি মৌজা প্রধান হেডম্যান ও ৯ শতাধিক পাড়া প্রধান কারবারিরা রাজাকে সংবর্ধনা জানান।

এ সময় আগত অতিথিদের উদ্দেশে রাজা উচপ্রু বক্তব্য রাখেন।

এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজা উচপ্রু বলেন, “দেশে বিভিন্ন স্তরের মানুষ সরকারকে কর ফাঁকি দিলেও আমরা পাহাড়িরা সরকারকে কর ফাঁকি দিই না। সামান্য টাকা হলেও প্রতিবছর সরকারকে জুমের খাজনা (জুম কর) দেওয়ার অপেক্ষায় থাকি।”

বোমাং রাজার কার্যালয়ের কর্মচারী অরুণ কান্তি দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজপূণ্যাহ উপলক্ষে রাজবাড়ি মাঠে তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে। এতে একশয়ের মতো দোকান বসেছে।

এ মেলা আগামী রোববার (২১ ডিসেম্বর) পর্যন্ত চলবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন, গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনডিপি প্রতিনিধি, জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা ও পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

</div>  </p>