চট্টগ্রাম ভেটেরিনারিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:29 PM
Updated : 28 Oct 2014, 02:29 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ নভেম্বর পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে।

আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ অক্টোবর।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভেটোরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফিশারিজ অনুষদে ২১০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cvasu.ac.bd এ পাওয়া যাবে।