চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে ১২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 03:57 PM
Updated : 19 Oct 2014, 03:57 PM
র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১টার দিকে চকবাজার থানার মওলানা মো.আলী রোডের এসডি টাওয়ার থেকে এই সরঞ্জাম আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

আটক মো. সাখাওয়াত আহম্মেদ (২৪) নগরীর ডবলমুরিং থানার মীর আহম্মদ বাড়ির শফিক আহম্মদের ছেলে।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বিভিন্ন মোবাইল অপারেটরের মোট দুই হাজার ৭৫১টি সিমও রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৭ এর চাঁন্দগাও ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসডি টাওয়ারের ওই বাসায় অভিযান চালায়। অভিযানে ১২ লাখ টাকার বিপুল ভিওআইপি সরঞ্জামসহ সাখাওয়াতকে আটক করে র‌্যাব।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে ছয়টি গেটওয়ে, একটি মনিটর, এন্টেনা ১০১টি, তিনটি মাদার বোর্ড, পাওয়ার সাপ্লাইয়ার একটি, মডেম সাতটি ও সিম দুই হাজার ৭৫১টি।