বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান

পর্যটকদের আকৃষ্ট করতে বান্দরবানে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 05:58 AM
Updated : 17 Oct 2014, 05:58 AM

শুক্রবার সকাল ৭টায় বান্দরবান প্রেসক্লাবের  সামনে থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় অবৈধভাবে সড়ক দখল, ফুটপাত পরিষ্কার ও বিভিন্ন অলি-গলিতে অভিযান চালানো হয়।

পর্যটকদের আকৃষ্ট করা এবং শনিবার থেকে শুরু হতে যাওয়া পার্বত্য লোকজ মেলায় শহর পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে অংশ নেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রজা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা ও রেডক্রিসেন্ট কর্মীরা।

বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে এবং বান্দরবান পৌরসভার সহযোগিতায় এই অভিযান কর্মসূচি চালানো হয়।