ঝিনাইদহে অপহরণকারী আটক, দুজনকে উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে দুই অপহরণকারীকে আটকের পর তাদের হাতে জিম্মি দুই ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 12:01 PM
Updated : 1 Oct 2014, 12:01 PM
বুধবার রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকা থেকে অপহরণকারীদের আটক করা হয় বলে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন।

তিনি বলেন, “র‌্যাব বারোবাজার পূজা মন্দির এলাকায় টহল দিচ্ছিল। এসময় মটর সাইকেল থেকে এক জন ‘বাঁচাও-বাঁচাও’ বলে চিৎকার করে।”

র‌্যাব তখন ধাওয়া করে অপহৃত রাশেদ শেখকে উদ্ধার করে এবং অপহরণকারী বাবু বিশ্বাস ও কামাল হোসেনকে আটক করে।

পরে বাবু ও কামালের স্বীকারোক্তিতে বারোবাজার এলাকা থেকে মুন্না নামের অপহৃত আরেক ব্যক্তিকে উদ্ধার করে র‌্যাব।

ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্স এবং অপহরণে ব্যবহৃত মটর সাইকেল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে বলেও জানান ফয়সাল।

অপহৃতরা জানান, তারা অ্যাম্বুলেন্সে করে বারোবাজার এলাকায় রোগী নামিয়ে দিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। এসময় ওই এলাকার মাছের আড়তের সামনে ৭/৮ জন পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।

র‌্যাব কর্মকর্তা ফয়সাল বলেন, অপহরণকারীরা অ্যাম্বুলেন্স চালক রাশেদ শেখ ও হেলপার অমিত কাওসার মুন্নাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মুক্তিপণের দাবিতে।