গোপালগঞ্জে মাদকসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলা থেকে দুই কেজি গাঁজা ও ২০০ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 11:51 AM
Updated : 22 Sept 2014, 11:51 AM

গোপালগঞ্জ ডিবি পুলিশের ওসি আলীমুল হক জানান, সোমবার সকালে উপজেলার মান্দারতলা এলাকার স্বপ্নের ঠিকানা আশ্রয়ণ প্রকল্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রন মিয়া মণ্ডলের ছেলে স্বাধীন মণ্ডল (৩৮), আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (৩০) ও মৃত আবুল হোসেনের ছেলে মুজিবুর রহমান (৪৫)।

তিনি জানান, গোপন খবর পেয়ে মান্দারতলা এলাকায় আগে থেকেই ছদ্মবেশে অবস্থান নিয়ে এ তিন মাদক বিক্রেতাকে আটক করে ডিবির পুলিশের একটি দল। পরে তাদর কাছে থাকা ঝুলির ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন থেকে জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে এসব মাদক দ্রব্য এনে গোপালগঞ্জে বিক্রি করে আসছিল বলে জানান ডিবি কর্মকর্তা আলীমুল।

তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে আটকের পর গোপালগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।