চাঁদপুরে এক ঘণ্টা ট্রেন আটকে রাখল ছাত্রসেনা

নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী ছাত্রসেনার হরতালের মধ্যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রেললাইনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখে হরতাল সমর্থকরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 07:10 AM
Updated : 31 August 2014, 07:10 AM

তাদের অবরোধের কারণে রোববার সকাল পৌনে ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস চিতোষী রেল স্টেশনে আটকে থাকে।

চিতোষীর স্টেশন মাস্টার তপন কুমার মিত্র বলেন, মেঘনা এক্সপ্রেস ভোর ৫টার ১০ মিনিটে চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে আসে। পৌনে ৭টায় চিতোষী পৌঁছলে ইসলামী ছাত্রসেনাকর্মীরা ট্রেনের সামনে অবস্থান নেয়।

পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিলে পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এর প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়ার পর রোববার আধা বেলা এই হরতাল ডাকে ইসলামী ফ্রন্টের সহযোগী সংগঠন ছাত্রসেনা।

সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুকী টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপনাও করতেন।