র‌্যাব পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই

দিনাজপুরে এক ঠিকাদারের কাছ থেকে র‌্যাব পরিচয়ে নয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল লোক। 

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 02:49 PM
Updated : 20 August 2014, 02:49 PM

বুধবার বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় ঠিকাদার রুহুল আমিন এ ছিনতাইয়ের শিকার হন। রুহুল আমিন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।  

বিরামপুর থানার এসআই মফিজুল ইসলাম ঠিকাদারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠিকাদার রুহুল আমিন ইসলামী ব্যাংক বিরামপুর শাখা থেকে নয় লাখ টাকা তুলে প্রাইভেট কারযোগে ফুলবাড়ী যাচ্ছিলেন।

বেলা ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে দুর্গাপুরে একটি মাইক্রোবাস তাদের কারের পথরোধ করে।  

এসআই মফিজুল ইসলাম জানান, ওই মাইক্রোবাসে থাকা ছয় ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে রুহুল আমিন, তার সঙ্গী মিল্টন এবং কার চালক সোহেল সাজ্জাদ মিঠুকে মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর ঠিকাদারের কাছে থাকা নয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে দিওড় বাজার এলাকায় তাদেরকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

অপহরনকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ও ওয়াকিটকি ছিল বলে তারা পুলিশকে জানান।

এ ব্যাপারে দিনজপুরের পুলিশ সুপার রুহুল আমিন সাংবাদিকদের জানান, আইনশৃংখলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে দৃর্বৃত্তরা।

র‌্যাব-১৩ দিনাজপুরের ক্যাম্প কমান্ডার এএসপি আসলাম উদ্দিন জানান, র‌্যাবের কোনো টিম ওই এলাকায় যায়নি।