মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 07:32 AM
Updated : 1 August 2014, 07:32 AM

রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পূর্ব খাসমহাল গ্রামের এই ঘটনায় নিহত সিরাজ মিয়া (৩৫) মৃত আব্দুল হাশিম ওরফে বালি মিয়ার ছেলে।

সংঘর্ষে আরো পাঁচজনের আহত হওয়ার খবর দিলেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে পূর্ব খাসমহালের ফজর আলী মিয়ার ছয় ছেলে দীর্ঘদিন ধরে দু’পক্ষে বিভক্ত ছিলেন। এক পক্ষের নেতৃত্বে মকবুল আলী, তার সঙ্গে আছেন মোবারক আলী ও তজমল আলী। আর মোজাম্মেল আলীর সঙ্গে আছেন অপর দুই ভাই তফুর আলী ও জহির আলী।  

“সম্প্রতি দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর মোজাম্মেলের পক্ষে জহির রাজনগর থানায় মামলা করেন। এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের বাড়িতে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

“এসময় মকবুলের পক্ষে তার জ্যেষ্ঠ শ্যালক সিরাজ মারাত্মকভাবে আহত হন। তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।