মুন্সীগঞ্জে নৌকা ডুবে ২ কিশোরী নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিলে নৌকা ডুবে মারা গেছে দুই কিশোরী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 11:09 AM
Updated : 31 July 2014, 11:09 AM

ঈদের ছুটিতে মারিয়ালয় বেলুয়া গ্রামে বাড়িতে এসে ওই দুই কিশোরী বৃহস্পতিবার দুপুরে নৌকায় বেড়াতে বেরিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

মারিয়ালয় বেলুয়া গ্রামের কাছে বিটি কলেজের পেছনের বিলে নৌকাটি ডুবে যায়।

নিহতরা হল-নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের লতিফ মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১৮) এবং দেলোয়ার হোসেনের কন্যা আফছানা আক্তার (১৪)।

টঙ্গীবাড়ি থানার এএসআই মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি কোসা নৌকায় এক পরিবারের ছয়জন ঘুরতে বেরিয়েছিল। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে দুজন সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানা বাকি চারজন ডুবে যায়।

আশপাশের লোকজন বিলে নেমে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মুন্সীগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তানিয়া ও আফছানাকে মৃত ঘোষণা করেন।

আহত যুবায়ের (৭) ও  সামি আক্তারকে (১৪) টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই ঈদের ছুটিতে বাংলাদেশে বেশ কয়েকটি নৌকাডুবি হয়েছে। কুষ্টিয়ায় পদ্মায় নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে, সিরাজগঞ্জে মারা গেছে ছয়জন।