চট্টগ্রামে মাটির নিচে পাওয়া গেল গুলি

চট্টগ্রাম নগরীতে একটি ভবন নির্মাণের সময় মাটি খুঁড়তে গিয়ে বিপুল পরিমাণ গুলিসহ বেশ কয়েকটি অস্ত্র পেয়েছে নির্মাণ শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 01:43 PM
Updated : 25 April 2014, 09:05 AM

বৃহস্পতিবার বিকালে হালিশহর বি ব্লকের ১৬ নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ওসি শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ছয়তলা ভবন নির্মাণের জন্য পাইলিং করার সময় শ্রমিকরা এসব গুলি দেখে তাদের খবর দেয়।

“ওই স্থান থেকে চটের বস্তায় মোড়ানো ৭৫০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৩০ রাউন্ড সাব মেশিন কারবাইনের গুলি, ৮০ রাউন্ড রিভলভারের গুলি এবং দুটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। এছাড়া বস্তার ভেতর থেকে একটি ম্যাগজিন ও থ্রি নট থ্রি রাইফেলের একটি বোল্টও পাওয়া গেছে।”

ওসি শাহজাহান বলেন, “খুব সম্ভবত মুক্তিযুদ্ধের সময়ে এসব গুলি বস্তায় পেঁচিয়ে রাখা হয়েছিল। গুলিগুলোতে মরিচা পড়েছে।”

হালিশহরের বি ব্লকের ১৬ নম্বর সড়কের ওই জায়গার মালিক আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন।

তার ছোটভাই মোহাম্মদ হাফেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালে এই জায়গাটি তারা কেনার সময় সেখানে একটি টিনশেড বিল্ডিং ছিল।

“এটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করা হচ্ছিল। মাটি কাটার সময় শ্রমিকরা এসব দেখতে পেলে আমরা পুলিশে খবর দিই।”