গাইবান্ধায় ছিনতাইয়ের টাকাসহ আটক ২

গাইবান্ধা শহরে ন্যাশনাল ব্যাংকের সামনে গুলি করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 06:17 AM
Updated : 22 April 2014, 06:17 AM

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে জাহান নবী (৩৫) ও শিমুলতাড়ী গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আঙ্গুরী রানীকে (২২) মঙ্গলবার ভোর রাতে আটক করা হয়।

তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১ লাখ ৬৭ হাজার ৯০০ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পার্ক রোডে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে টাকা জমা দিতে যাওয়ার সময় গ্রামীণফোন ফ্লেক্সিলোড ডিস্ট্রিবিউটর (ব্যবসায়ী) মের্সাস সোমেছি ট্রের্ডাসের মালিক আসিকুর রহমান পল্লব (৪২) ও কর্মচারী সাখাওয়াত হোসেনকে (৬০) গুলি করে দুর্বৃত্তরা ২ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায়।

তাদের কাছ থেকে ৪৬ লাখ ও সাত লাখ ৭০ হাজার টাকার দু’টি চেকও নিয়ে যায় ছিনতাইকারীরা।

গুলিবিদ্ধ পল্লব গাইবান্ধা সদর ও সাখাওয়াত হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।