বারডেম চিকিৎসকদের ধর্মঘট ‘প্রত্যাহার’

‘হামলাকারী’ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়ার পর চিকিৎসকরা ধর্মঘট ‘প্রত্যাহার’ করেছেন বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা.নাজমুন নাহার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:40 PM
Updated : 16 April 2014, 12:41 PM

বুধবার বিকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনকে প্রত্যাহার করে নেয়ার পর মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন, এখন পুরোদমে চিকিৎসা সেবা শুরু হয়েছে।”

এই বিষয়ে ধর্মঘট আহ্বানকারী চিকিৎসকদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কয়েকজনকে কল করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সহকর্মীর ওপর হামলার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মাসুদের শাস্তির দাবিতে ধর্মঘটী এই চিকিৎসকরা সকালেও এক সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।