কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী গাড়িতে আগুন দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Published : 08 Jan 2014, 01:52 PM
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া থেকে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির সামনে পৌঁছালে ছাত্রদল কর্মীরা তাতে হামলা চালায়।
বাসের যাত্রীরা নেমে পড়লে তারা এতে আগুন ধরিয়ে দেয়। এরপর পর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাস ত্যাগ করে ছাত্রদলী নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসে আগুন দেয়ায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ দাবি করেন, এ ঘটনায় তার সংগঠনের নেতাকর্মীরা জড়িত নন। প্রশাসন ছাত্রদলকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছে।