বঙ্গবন্ধুকে নিয়ে চারুকলায় চিত্রাংকন প্রতিযোগিতা

জাতীয় শোক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বঙ্গবুন্ধর স্মরণে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 12:54 PM
Updated : 15 August 2017, 12:54 PM

মঙ্গলবার সকালে অনুষদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।এতে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ নেয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।এতে বক্তব্য দেন ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

চারুকলা অনুষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যাল শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

এছাড়াও বঙ্গবন্ধুর ওপর শিল্পকর্ম নিয়ে ২০ অগাস্ট থেকে জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন রয়েছে জাতীয় শোক দিসব উপযাপন কমিটির আহ্বায়ক সাগর হোসেন সোহাগ জানান।